বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে: ডা. জাহিদ।
দিনাজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সহ অন্যান্য বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষক কর্মচারীদের জন্য কল্যাণ তহবিলসহ শিক্ষা ক্ষেত্রে যত উন্নয়ন এসব শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে বিএনপিই করেছে।
একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া যাবে না। জাতি যদি সঠিক শিক্ষা না পায় তাহলে আগামীর বাংলাদেশ গড়াও সম্ভব নয়। এই কথাগুলো বলে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে।
দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এসব কথা বলেন।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম।