এশিয়া কাপের সূচি প্রকাশ
এশিয়া কাপের আগামী আসরের সূচি প্রকাশ করেছে এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল)। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।
৮ টি দল ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
অন্যদিকে
গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তানের সাথে আছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে হবে প্রায় ২০ দিনের এই টুর্নামেন্ট।
ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাবে ১৪ সেপ্টেম্বর।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ শেষে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচ।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট চার দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোরের ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:
আফগানিস্তান-হংকং (৯ সেপ্টেম্বর)
ভারত-সংযুক্ত আরব আমিরাত (১০ সেপ্টেম্বর)
বাংলাদেশের-হংকং (১১ সেপ্টেম্বর)
পাকিস্তান-ওমান (১২ সেপ্টেম্বর)
বাংলাদেশ-শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর)
ভারত-পাকিস্তান (১৪ সেপ্টেম্বর)
সংযুক্ত আরব আমিরাত – ওমান (১৫ সেপ্টেম্বর)
শ্রীলঙ্কা – হংকং (১৫ সেপ্টেম্বর)
বাংলাদেশ-আফগানিস্তান (১৬ সেপ্টেম্বর)
পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত (১৭ সেপ্টেম্বর)
শ্রীলঙ্কা – আফগানিস্তান (১৮ সেপ্টেম্বর)
ভারত-ওমান (১৯ সেপ্টেম্বর)